আয়ারল্যান্ডে প্রথম অনলাইন বাংলা রেডিওর উদ্বোধন করলেন আহমেদ ফজল করিম
আয়ারল্যান্ড বসবাসরত বাংলাদেশীদের জ্ঞাতাথে জানানো যাচ্ছে ইউসুফ মনির Yousuf Mony তও্বাবধানে অনলাইন কমিউনিটি রেডিও “আইরিশ বাংলা এফ এম” যাত্রা শুরু করেছে। এটি আয়ারল্যান্ডে বাংলা ভাষায় প্রথম অনলাইন রেডিও। ওয়েবসাইট এর ঠিকনা http://www.irishbanglafm.com
মঙ্গলবার বিকেলে “আইরিশ বাংলা এফ এম” এর ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড নোভার প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ফজল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশএসোসিয়েশন অব আয়ারল্যন্ডের সাবেক সভাপতি জনাব মোহম্মদ মোস্তফা, অল বাংলাদেশে এসোসিয়েশন অব আয়ারলয়ান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, বাংলাদেশে এসোসিয়েশন অব আয়ারল্যন্ডের সাবেক সভাপতি জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব দিলীপ বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক ও লেখক সৈয়দ জুয়েল, আয়ারল্যান্ডের এনটিভির প্রতিনিধি জাহিদ মমিন, কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বনদীপ, বাংলাদেশি প্রবাসী শফি সহ প্রমুখ।
আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কাজী কবির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন “আইরিশ বাংলা এফ এম” এর প্রতিষ্ঠিতা ইউসুফ মনি Yousuf Mony তিনি তার বক্তব্যে “আইরিশ বাংলা এফ এম” রেডিওর উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অথিতির তার বক্তব্যে তিনি “আইরিশ বাংলা এফ এম” রেডিওর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথিদের বক্তব্যে আয়ারল্যান্ডের বাংলাদেশীর কমিউনিটির পক্ষ থেকে “আইরিশ বাংলা এ ফ এম” রেডিওর সার্বিক সহযোগিতার প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড নোভা এর প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ফজল করিম সঙ্গীত পরিবেশন করেন।
ডাবলিন বাংলা বার্তা- ওয়েব ডেস্ক রিপোর্ট
প্রতিবন্ধী অন্ধ ফজলু বয়াতির পাশে দাঁড়িয়েছে তাসনুভা শামীম ফাউন্ডেশন এর পক্ষ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার তেকানী গ্রামের অন্ধ ফজলু বয়াতি। নিজে অন্ধ তারপর দুই প্রতিবন্ধীসহ মোট সাত সদস্যের সংসার।
এতদিন গ্রামেগঞ্জে হাটে বাজারে গান গেয়ে পাওয়া টাকা সংসার চল লে ও কোনরকম লকডাউন থাকার কারণে থেমে গেছে তার আয়। ফলে দুই প্রতিদ্বন্দ্বীর সন্তানসহ সাত সদস্যের পরিবারকে নিয়ে খুব কষ্টে আছেন।
গতকাল একজন বোন ফেসবুকে এসব লেখা আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর আহমেদ শামিম কে শেয়ার করলে তিনি নিজে সাথে সাথে
অন্ধ ফজলু বয়াতি কে ফোনে খোঁজখবর নেন এবং লকডাউন কালীন সময়ে পরিবারকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন।
হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে এই অন্ধ ফজলু বয়াতির পরিবারের জন্য ২৫০০ টাকা বিকাশ করা হয়েছে। এবং যতদিন লকডাউন থাকবে এই পরিবারকে ২৫০০ করে প্রতিমাসে আর্থিক সহযোগিতা করে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ।
ফজলু বয়াতির মতো অনেক প্রতিবন্ধী পরিবার এই লকডাউনে কষ্টের মধ্যে আছে ।আমরা যদি সকলে মিলে আমাদের আশেপাশের এই ধরনের প্রতিবন্ধী পরিবারের খোঁজখবর নেই এবং তাদের সহযোগিতা করি, তাহলে হয়তো আপনার এই সহযোগিতা অন্তত একবার হলেও ক্ষুদা থেকে বাঁচতে পারে।
তাই প্রতিষ্ঠানের সভাপতি শাহাদাত হোসেন, সেক্রেটারী মহসিন ও কোষাধক্ষ্য আব্দুস সহিদ চৌধুরী সমাজের সকল স্তরের মানুষকে প্রতিবন্ধী পরিবারের সহযোগীতায় এগিয়ে আসার আহবান করেন। সূত্র : হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র
গায়ক নোবেলের বাবা করোনায় আক্রান্ত
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ও সমালোচিত উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু।
মোজাফফর হোসেন নান্নু যুগান্তর প্রতিনিধিকে জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পাঠান তিনি। ঈদের দুদিন আগে তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানানো হয়।
শারীরিক অবস্থা এখন বেশ ভালো জানিয়ে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর পরই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, মোজাফফর হোসেন নান্নু বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তার ছেলে নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন তিনি।
সম্প্রতি ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন। – যুগান্তর রিপোর্ট